প্রেমের কবিতাবাংলা কবিতা
সাদামাটা মানুষ

সাদামাটা মানুষ
✑ মিটু সর্দার
একজন সহজসরল সাদামাটা মানুষ
সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে কাটিয়েছে জীবন
কেউ তার সম্মুখে সম্মুখীন হয়ে বলতে পারবে না
সে হয়েছে কারও ক্ষতির কারন।
গায়ের রং কালো হলেও মনটা ছিলো সফেদ
হৃদয়ে ন্যায় নীতি আর আদর্শ লালন করে
পিতার জমিতে স্কুল আর মসজিদ প্রতিষ্ঠা করে
শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন অজপাড়া গাঁয়ে।
মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করে বেঁচে ফিরে এলে
গাজী খেতাব দিয়ে পূর্ণ করে তার বীরত্বকে
তিনিও আমার দেখা একজন গাজী, শ্রেষ্ঠ গাজী
খুব কাছ থেকে তার বীরত্ব গাথা সংগ্রাম গুলো দর্শন করেছি
তিনি সংসার নামক রণাঙ্গনে সুখ, দুঃখ, ঘাত, প্রতিঘাতের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে রয়েছেন।
ভালো সবসময় ভালো আর সুন্দর সবসময় সুন্দর
সবার সাথে হাসিমুখে কথা বলে
জয় করে নিতেন অনেকের হৃদয়
সেই অমানুষ গুলি রক্তাক্ত করেছিলো তার হৃদয়।
আজ আর আগের মতো শক্তি নেয়, সাহস নেই বুকে
কি যেন এক গভীর চিন্তা শকুনিদের মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে
চোখের জলে ঝাপসা হয়ে আসে চশমার কাচ
গায়ের চামড়ায় পরেছে ভাঁজ।
দেশ বিদেশে প্রতিষ্ঠিত, নিজের হাতে গড়া হাজারো ছাত্র
চলার পথে দেখা হলে
শ্রদ্ধার সাথে স্মরনে, হাত রাখে চরণে
শুরু থেকে শেষ অবধি আমি আমার বাবার কথাই বলেছি।